কবিতা : শান্তা ভট্টাচার্য


কার জন্য তুলে রাখলে ওই আসমানী চাদরখানা পাট করে? 
হিমপৌষি সন্ধ্যায় টলটলে করছে তোমার মালকোষি  আবদার। 
ঝিরিঝিরি বৃষ্টি সুরে আমজাদ আলি সরোদখানা নিয়ে দেশ আলাপ করলে, তোমার হাত ছুঁয়ে তা উপভোগ করি। 
সাঁঝবেলার গল্প যে এমন করেই বেঁচে থাকে, পাতাঝোঁকা ঝাউটির  মতো।। 

 

Post a Comment

Previous Post Next Post